আমার সম্পর্কে

 আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ,
 যেদিন প্রথম দেখলাম এক বড় ভাইকে বাক্সের মত কিছু একটা  সামনে নিয়ে কি যেনো করছে । সেদিন প্রথম  মনের মধ্যে কৌতুহল জেগেছিলো ভাই এটা নিয়ে সারাক্ষণ কি করে !! ভাই বলেছিলো এটা নাকি অনেক মজার জিনিস। সেই দিনের সেই মজার বাক্সের মজার কৌতুহল আজ অব্দি মিটিয়েই যাচ্ছি।


আমি রানা, পুরো নাম মোঃ রানা হুসাইন আবির। রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ডিপ্লোমা ইন কম্পিঊটার ইঞ্জিনিয়ারিং পড়ছি। কৌতুহল মিটানোর জন্য মজার বাক্স নিয়েই পড়া শুরু করলাম। জীবনে সবাই তো তাঁর ক্যারিয়ার নিয়ে স্বপ্ন দেখে শৈশবকাল থেকেই। তাই আমিও স্বপ্ন দেখতে শুরু করেছি আমার ক্যারিয়ার নিয়ে। প্রথমত জীবনে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই। আর পেশা হিসেবে ওয়েব ডিজাইনিংকে বেছে নিতে চাই।

আমি নওগাঁতে ১৯৯৬ সালের ৫ই জুন জন্মগ্রহণ করি। পরিবারের বড় ছেলে। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান হবার কারণে পৃথিবী টিকে অনেক কাছে থেকে দেখার সুযোগ পেয়েছি। যেটা অনেকেরই হয় না। যদিও এটা সব সময় সুখকর নয়। তারপরেও মহান আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া জ্ঞাপন করছি।


নতুন নতুন কাজ করতে ভালো লাগে। তাই  আমার সব সময়টুকু নানা কাজে বাস্ত থাকার চেষ্টা করি। যদিও আমার কোন কাজই কাজের মত কাজ না। যতটুকু জানি ততটুকু ব্লগের মাধ্যমে জানানোর চেষ্টা করি তার চেয়ে বেশি সময় নিজেই জানার চেষ্টা করি  এবং এখনও প্রতিনিয়ত শিখে যাচ্ছি।

মোটামুটি আমার ১৯ বসরের জীবন কাহিনী অতি সংক্ষেপে বললাম। আর আমি খুব সাদাসিদে এক ছেলে। এর চেয়ে বেশি পরিচয় আজ আর না। সবাইকে অনেক ধন্যবাদ। 
ভাল থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।  

2 মন্তব্য