যোগাযোগ

প্রিয় পাঠক,
প্রথমেই আপনাকে আমার ব্লগের লেখাগুলো পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। । অনলাইন সম্পর্কে অল্প কিছু জানি। যা জানি, আপনাদেরকে শুধুমাত্র সেটাই আমার লেখার মাধ্যমে জানানোর চেষ্টা করি। আমার একটি ব্যতিক্রমী নেশা হল কাউকে কিছু জ্ঞান দিয়ে সাহায্য, লেখা দিয়ে তৃপ্ত করতে পারলে আমি আনন্দের সাগরে ডুবে যাই। আপনারাও অন্যকে যেভাবে পারেন সাহায্য করুন। সাহায্য এবং জিজ্ঞাসার উত্তর দেয়ার মাঝে চরম প্রশান্তি খুঁজে পাবেন। আমার লেখা যদি আপনাকে এতটুকুও ভালো লাগে দয়া করে সেই ভালো জানাবেন। আপনার ২ মিনিট সময় নষ্ট করে আমাকে আপনার ভালো লাগার কথা জানালে আমি কত অনুপ্রেরণা খুঁজে পাব সেটা শুধুমাত্র আমার পক্ষেই বোঝা সম্ভব। আর আপনার যেকোন অনলাইন বিষয়ক সাহায্যে আমার সাথে যোগাযোগ করুন, আমার জ্ঞান ভাণ্ডারে সেটা থেকে থাকলে আপনাকে তা জানাতে কিঞ্চিৎ দ্বিধাবোধ করব না।

  মোবাইলঃ ০১৭৫৯৫৯১৮২৮

ইমেইল : mdrana.rasel@gmail.com

ফেসবুক : www.facebook.com/sovvo.manus