Showing posts with label ফেসবুক. Show all posts
Showing posts with label ফেসবুক. Show all posts

ফেসবুকে এক ক্লিকেই খুজে বাহির করুন সব মেয়ে ফ্রেন্ড দের... Search All Facebook Female Friends By 1 Click

ফেসবুকে এক ক্লিকেই খুজে বাহির করুন সব মেয়ে ফ্রেন্ড দের... Search All Facebook Female Friends By 1 Click
————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—
সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আপনাদের দেখাবো কিভাবে ফেসবুকে এক ক্লিকেই খুজে বাহির করবেন সব মেয়ে ফ্রেন্ড দের ।  খুব সহজেই ৩ টি ধাপ অনুসরণ করে খুজে বাহির করতে পারবেন সব ছেলে অথবা মেয়ে ফ্রেন্ড দের।


১। প্রথমে সেটিং থেকে ভাষা ইংরেজি সিলেক্ট করুন
২। সার্চ বক্সে গিয়ে লিখুন My Female Friends

এক গ্লাস ঠাণ্ডা পানি (এক গ্লাস গরম চা হলে মন্দ না)
৩।প্রথম দুটি ধাপ সম্পূর্ণ করলে তৃতীয় ধাপ এমনি তেই সম্পূর্ণ হবে......

এভাবে যারা সিংগেল, ইন এ রিলেশনশীপ, বা ম্যারিড আছে তাদেরকেও একসাথে খুঁজে বের করতে পারেন।

মোবাইলের ব্রাউজারে সার্চ করলে কিছুই শো করে না। তবে এন্ড্রয়েড ফোনের ডিফল্ট ব্রাউজার দিয়ে ট্ট্রাই করতে পারেন। ডিফল্ট ব্রাওজারে www ফেবু সাপোর্ট করে।
বিস্তারিত পড়ুন

ফেসবুকে Friend Request পাঠান আনলিমিটেড, ব্লক হয়ে থাকার পরেও।

ফেসবুকে  Friend Request পাঠান আনলিমিটেড,  ব্লক হয়ে থাকার পরেও।
যারা জানেন না পোস্ট টি শুধু মাত্র তাদের জন্যে। মনে করুন একজন কে Friend Request পাঠানো খুব প্রয়োজন কিন্তু আপনি ব্লক থাকার কারনে তাকে Friend Request পাঠাতে পারছেন না ।
কি করবেন??

 Friend Request  পাঠাতে নিচের ধাপগুলি অনুসরণ করুন... 

 

  •  যাকে Friend Request পাঠাবেন তার ভেরিফাই ইমেইল অথবা মোবাইল নাম্বার টি নিন।
  • ভিজিট করুন এই লিংকে...
  • প্রথম বক্সে তার Email id অথবা ফোন নাম্বার দিয়ে দিন।
  • তার উদ্দেশে কোন ম্যাসেজ থাকলে  লিখতে পারেন দ্বিতীয় বক্সে।
  • সব শেষে Invite Your Friends  এ ক্লিক করুন তাহলে কিছু সময়ের ভিতর Friend Request চলে যাবে.
আপনি এখন ইমেইল অথবা মোবাইল নাম্বার দিয়ে যত খুসি তত Friend Request পাঠাতে পারবেন...
বিস্তারিত পড়ুন

ফেসবুক মেসেঞ্জার থেকে লগ আউট হোন সহজেই

ফেসবুক মেসেঞ্জার থেকে লগ আউট হোন সহজেই
নিঃসন্দেহে ফেসবুক বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এবং চ্যাটিং করার জন্যও এর জনপ্রিয়তার জুড়ি নেই। অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনে ফেসবুক চ্যাটিং করার জন্য ফেসবুক মেসেঞ্জারটিও সকল মেসেঞ্জার অপেক্ষা অধিক জনপ্রিয়। ফেসবুক ইউজারদের প্রত্যেকেই প্রায় তাঁর অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি ব্যবহার করে থাকেন। 
ফেসবুক মেসেঞ্জার থেকে লগ আউট হোন সহজেই
কিন্তু লক্ষ্য করেছেন কি, ফেসবুক মেসেঞ্জার অ্যাপটিতে লগ আউট করার জন্য কোন অপশন নেই? ফেসবুক মেসেঞ্জারে লগিন করা প্রত্যেক ব্যবহারকারীই এটি লক্ষ্য করেছেন যে, মেসেঞ্জারটি থেকে লগ আউট হওয়ার কোন অপশন পাওয়া যায় না। আসলেই তাই। ফেসবুক মেসেঞ্জারে আসলে কোন লগ আউট অপশন নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি ফেসবুক মেসেঞ্জারের সবচেয়ে বাজে দিক হচ্ছে এটি। এই লগ আউট অপশন না থাকায় প্রায় অনেকেই ঝামেলায় পড়েন। কোন কারণে লগ আউট করার প্রয়োজন দেখা দিলে লগ আউট হওয়া সম্ভব হয়না। অনেকেই মেসেঞ্জারে এক অ্যাকাউন্টে লগিন করে পরবর্তীতে অন্য অ্যাকাউন্টে লগিন করতে চাইলে তখন আবিষ্কার করেন যে, মেসেঞ্জারে লগ আউট অপশন নেই। কিন্তু ছোট একটু ট্রিকস খাটিয়েই আমরা ফেসবুক মেসেঞ্জার থেকে লগ আউট হতে পারি সহজেই। ফেসবুক মেসেঞ্জার অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে লগ আউট হওয়ার জন্য আমরা অ্যাপটির ডাটা ক্লিয়ার অপশন ব্যবহার করতে পারি। যারা ইতিমধ্যে অ্যান্ড্রয়েড অ্যাপসের ডাটা ক্লিয়ার কিভাবে করে তাদের নতুন করে শেখানোর কিছু নেই। তবে নতুন অ্যান্ড্রয়েড ইউজারদের স্বার্থে অ্যাপস ডাটা ক্লিয়ার করার টিউটোরিয়াল শেয়ার করছি।

ফেসবুক মেসেঞ্জার থেকে লগ আউট করার পদ্ধতি / টিউটোরিয়াল

  • আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি যে, ফেসবুক মেসেঞ্জার থেকে লগ আউট হওয়ার জন্য আমরা এই অ্যাপটির ডাটা মুছে দিব। তবে এর আগে প্রথম কাজ হচ্ছে আপনার ফোনে Recent Apps List -এ যদি ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি থেকে থাকে তাহলে প্রথমেই সেটি Recent Apps List থেকে রিমুভ করুন।
  • এবার Settings > Apps অপশনে গিয়ে Messenger অ্যাপটি ক্লিক করুন।
  • এখন Clear Data বাটনটিতে ক্লিক করলে Delete App Data নামের একটি পপ আপ উইন্ডো পাবেন। সেখানে Ok ক্লিক করে দিন। ব্যাস, ফেসবুক মেসেঞ্জার অ্যাপটির ডাটা মুছে ফেলা হয়েছে। মানে এর আগে মেসেঞ্জারটি ইউজ করার সব ডাটা ফোন থেকে মুছে ফেলা হয়েছে।
ফেসবুক মেসেঞ্জার থেকে লগ আউট হোন সহজেই
ফেসবুক মেসেঞ্জার থেকে লগ আউট হোন সহজেই

এখন বলা চলে, ফেসবুক মেসেঞ্জার অ্যাপটির ডাটা মুছে ফেলার কারণে পূর্বে লগ-ইন করা আইডি থেকে আপনি লগ আউট হয়ে গেছেন। এবার চালু করুন ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি। দেখবেন মেসেঞ্জারে ওয়েলকাম জানিয়ে আপনার আগের অ্যাকাউন্ট নেম আবারো দেখাচ্ছে। ভাববেন না, লগ আউট হয়নি। লগ আউট হয়েছে। আসলে মেসেঞ্জার অ্যাপটি সম্পূর্ণ ভাবেই ফেসবুকের মূল অ্যাপের সাথে ইন্ট্রিগ্রেটেড থাকায় আপনার অ্যাকাউন্ট নেম দেখাবে। তবে আপনি নতুন কোন ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মেসেঞ্জারে লগিন করতে চাইলে দেখবেন Switch Account নামের একটি অপশন আছে। সেটায় ক্লিক করে যথানিয়মে মেসেঞ্জারে লগিন করুন আপনার কাঙ্ক্ষিত ইমেইল, পাসওয়ার্ড দিয়ে। 
এই হলো ফেসবুক মেসেঞ্জার থেকে লগ আউট হবার সহজ টিউটোরিয়াল। এর চেয়ে সহজ টিউটোরিয়াল নেই। কারণ ফেসবুক মেসেঞ্জারে লগ আউট অপশনটি না থাকাতেই আমরা এরকম ঘুরায় প্যাঁচায় ট্রিকস খাটিয়ে লগ আউট হলাম। তবে ফেসবুক মেসেঞ্জারে একটি লগ আউট অপশন থাকা অবশ্যই উচিৎ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।       
বিস্তারিত পড়ুন

ব্লক হওয়া থেকে রক্ষা করুন আপনার ফেসবুক আইডি

ব্লক হওয়া থেকে রক্ষা করুন আপনার ফেসবুক আইডি
একটা ফেসবুক আইডি যে কতোটা গুরুত্ব পূর্ণ সেটা যার আইডি সে নিজেই খুব ভালো জানে। সামাজিক  যোগাযোগের সবচেয়ে গুরুত্ব পূর্ণ মাধ্যমও কিন্তু ফেসবুক। আমাদের এই গুরুত্ব পূর্ণ স্বাদের আইডি কি সুরক্ষিত !! আজ আপনাদের জানাবো কি ভাবে রক্ষা করবেন আপনার ফেসবুক আইডিকে ব্লক হওয়ার হাত থেকে।

১। ভুয়া অ্যাকাউন্ট খোলা থেকে বিরত থাকুনঃ

এটা সবার জানা কথা ফেসবুক ফেইক আইডি সনাক্ত করতে সদা প্রস্তুত। আপনি কখনয় ফেইক বা ভুয়া আইডি বেশি দিন ব্যাবহার করতে পারবেন না। তাই চেষ্টা করুন অরজিনাল আইডি খোলার।

২। অতিরিক্ত ফ্রেন্ড রিকুয়েস্ট সেন্ড করবেন নাঃ 

আপনি একদিনে কখনই ১০ টির বেশি রিকুয়েস্ট সেন্ড করবেন না। আর এক দিনে ম্যাক্সিমাম ২০ টির বেশি ফ্রেন্ড রিকুয়েস্ট গ্রহণও করবেন না। এটা সবসময় ফেসবুক খারাপ চোখে দেখে। ফেসবুক চায় ইউজাররা শুধু তাদের চেনা পরিচিত ফ্রেন্ডদেরকে ফেসবুক ফ্রেন্ড লিস্টে রাখে।

৩।  অতিরিক্ত ম্যাসেজ আদান প্রদান করবেন না

আপনি যদি বন্ধুদের ইনবক্সে প্রতিদিন অনেক বেশি ম্যাসেজ করেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্লক হতে পারে। 

৪। পর্ণগ্রাফি আপলোড করা থেকে বিরত থাকুনঃ

পর্ণগ্রাফি আপলোড করা সংক্রান্ত বিষয় বস্তু ফেসবুকে একেবারেই নিসিদ্ধ। মনে রাখবেন পর্ণগ্রাফি আপলোড করাতে নিজের ক্ষতি অন্য ব্যাবহার কারিরও ক্ষতি। তাই পর্ণগ্রাফি আপলোড করা থেকে ১০০০০ হাত দূরে থাকুন।

৫। অশালীন বা অশ্লীল ভাষা ব্যাবহার করা থেকে দূরে থাকুনঃ

 চ্যাটিং বা কমেন্টে কখনোয় অশালীন ভাষা ব্যাবহার করবেন না। মনে রাখবেন এটা আপনার কাছে মূল্যহীন হতে পারে কিন্তু এটা ফেসবুক নীতিমালা বিরোধী। আর ফেসবুক টা কখনোয় মেনে নেবে না। তাই ফেসবুকের যেকোনো জায়গাই আশালীন ভাষা ব্যাবহার থেকে কমপক্ষে ১০০০০ দূরে থাকুন।

এছাড়াও আরও অনেক বিষয় আছে যা ফেসবুকের নীতিমালা বিরোধী। তবে উপরের ৫ টি টিপস ফলো করলেই আপনার ফেসবুক আইডি থাকবে সুরক্ষিত। আপনার আইডি ব্যান হওয়া থেকে বেঁচে থাকুক যুগ যুগ এই কামনায় ব্লগার রানা 
বিস্তারিত পড়ুন

ফেসবুকের চারটা টিপস

ফেসবুকের চারটা টিপস

অসাধারণ চারটি Facebook Tips...

 


*নীল কমেন্ট  করার পদ্ধতিঃ
@@ [1:[0:1:তোমার কমেন্ট]

*ফাকা পোস্ট সম্পর্কিত
@ [0:]

* সম্পূর্ণ নাম নীল করতেঃ
@ [আই ডি কোড:]

*অর্ধে ক নাম নীল করতেঃ
@ [আই ডি : নামের একটা অংশ]
বিস্তারিত পড়ুন