Block Facebook And Any Website In Your Computer

                     ————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আপনাদের যে Tutorial টি দেখাবো  কিভাবে যেকোনো ওয়েব সাইট কে আপনার কম্পিউটার থেকে ব্লক করবেন? আমার মনে হয় এটা আপনার জন্য অনেক টা হেল্পফুল হবে। যদি আপনি চান আপনার কম্পিউটার কে নির্দিষ্ট কোনো ওয়েব সাইট হতে দূরে রাখতে কিংবা কোনো সাইট কে সরাসরি ব্লক করে রাখতে তাহলে আপনাকে নিচের পদ্ধতি গুলো অনুসরণ করতে হবে, চলুন তাহলে দেখা যাক।

How To Block Facebook In Your Computer?



১। আপানার Notepad/Notepad++ টিকে Administrator ModeOpen করুন,
২। নিচের ফোল্ডার থেকে Host ফাইল কে  Notepad/Notepad++ দিয়ে Open করুন,

       "  C:\WINDOWS\system32\drivers\etc " 

৩। Notepad/Notepad++ এর নিচে লেখা গুলো Paste করুন,   127.0.0.1 Localhost 


        Localhost এর জায়গায় আপনি যে সাইট টি ব্লক করতে চান সেটা দিন।
যেমনঃ 
       127.0.0.1 google.com
       127.0.0.1 www.fecebook.com
       127.0.0.1 apps.facebook.com
       127.0.0.1 somethong.com


৪। সবশেষে Host ফাইলটি Save করুন।
৫। এবার আপনার কম্পিউটারের যেকোনো ব্রাওজার দিয়ে ব্লক করা সাইট গুলো ওপেন করার চেষ্টা করুন হবে না। আর যদি কোনো সমস্যায় পরেন আমাকে জানাবেন সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ্‌ ।

Related Posts
Previous
« Prev Post