Download Torrent File With IDM

                            ————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে Torrent ফাইল ডাওনলোড করবেন IDM দিয়ে। Torrent  ফাইল কি এটা আপনারা সবাই জানেন .torrent extension  যুক্ত ফাইল প্রচুর পরিমানে ডাটা ডাওনলোড করার সুবিধা দিয়ে থাকে। আমরা সচরাচর torrent ফাইল ব্যবহার করি বিভিন্ন রকমের মুভি, গেইমস, সফটওয়্যার প্যাকেজ ইত্যাদি ডাওনলোডের জন্য। torrent ফাইল ডাওনলোডের সবচেয়ে বড় অসুবিধা হলো এখানে ডাওনলোড স্পিড খুবই কম এবং স্পিড  লিমিট করে দেয়া থাকে।এই ট্রিক্স টির সাহায্যে আপনি আপনার torrent ফাইলের ডাটা গুলো IDM দিয়ে খুব সহজেই ডাওনলোড করে নিতে পারেন,



How To Download Torrent File With IDM


১। প্রথমে এখানে যান
২। হোমপেইজে আপনার ফাইলটি আপলোড করুন এবং GO তে ক্লিক করুন।
৩। এর পর আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি কি সুবিধা ফ্রিতে ব্যবহার করতে চান নাকি প্রিমিয়ার,  আপনি ফ্রী চয়েজ করুন।
(নোটঃ ফ্রীতে আপনি ১ জিবি পর্যন্ত ডাওনলোড করতে পারবেন)

 ৪। এখন কিছু সময় লাগবে আপনার ফাইল টি  Cache করতে, এটা হয়ে গেলে Transfer button  এ ক্লিক করুন এখন নিচের মতো কিছু অপশন দেখতে পাবেন,
উপরের চিহ্নিত স্থানে ক্লিক করলেই আপনার ফাইল টি IDM এর মাদ্ধমে ডাওনলোড শুরু হয়ে যাবে। যদি আপনার IDM ইন্সটল করা না থাকে তাহলে সরাসরি ব্রাওজারে ডাওনলোড শুরু হয়ে যাবে।



Related Posts
Latest