পালকি রেস্পন্সিপ ফ্রী বাংলা ব্লগার টেমপ্লেট-

আসসালামু আলাইকুম । কেমন আছেন আপনারা? আজ আপনাদের জন্যে নিয়ে আসলাম একটি বাংলা ব্লগার টেমপ্লেট এবং MS Design এর এটাই প্রথম ফুল ফিচারেড ফ্রী ব্লগার টেমপ্লেট (পেইড ভার্সন ও রয়েছে)। মুলত যারা সাদামাটা ব্লগিং করতে ভালোবাসেন তাদের জন্য এই টেমপ্লেট তৈরী করা হয়েছে।

আশা করি যারা বাংলায় সিম্পল ব্লগিং করেন তাদের জন্য উপযুক্ত একটি টেমপ্লেট হবে। পালকি টেমপ্লেটটির প্রথম ইংলিশ ভার্সন আমাদের ব্লগে পাবলিশ করা হয়। এখন আপনাদের জন্য নিয়ে আসলাম বাংলা ভার্সন। আশা করছি খুব একটা খারাপ লাগবে না আপনাদের। যারা ব্লগস্পট দিয়ে বাংলায় ব্লগিং করেন তারা টেমপ্লেট ব্যবহার করে দেখতে পারেন।


পালকি - ব্লগার টেমপ্লেটটি একটি রেস্পন্সিভ টেমপ্লেট। এটি সকল ডিভাইসের জন্য উপযুক্ত করে তৈরী করা হয়েছে। তাছাড়া এই টেমপ্লেটটি শতভাগ এসইও অপটিমাইজড (SEO Optimized)।
তাহলে চলুন পালকি - ব্লগার টেমপ্লেটটির কিছু ফিচার দেখে নেইঃ

ফিচারসঃ

  • Responsive [Test]
  • SEO Optimized [Test]
  • Google Testing tool validator [Test]
  • Easy Admin Panel
  • Ads Ready
  • Social Icons
  • Related Posts
  • Social Shares
  • Subscribe box
  • Breadcrumbs
  • Search Box

ডেমোঃ বাংলা ভার্সন | ইংলিশ ভার্সন

ডাউনলোডঃ বাংলা ভার্সন | ইংলিশ ভার্সন



টেমপ্লেটটির ন্যাভিগেশন মেনু কিভাবে সেট করবেন এবং সাইডবারে সোসিয়াল আইকন গুলো কিভাবে এড কবেন তা ডকস আকারে দেওয়া আছে। আর কোন সমস্যা হলে অবশ্যই টিউনমেন্ট এ জানাবেন অথবা টেমপ্লেট সম্পর্কিত কোন প্রশ্ন থাকলেও জিজ্ঞেস করতে পারেন। ধন্যবাদ...

সৌজন্যেঃ MS Design

1 মন্তব্য

January 21, 2018 at 3:45 AM

খুব ভালো একটি পোস্ট করেছেন আশাকরি আপনার কাছেফ্রি ব্লগার টেম্পলেট নিয়ে আগামিতে আরও ভালো পোস্ট পাবো। ধন্যবাদ

Reply
avatar