একটি পোস্ট করলেই আয় ১৫ হাজার ডলার

ফ্যাশন বিষয়ক ব্লগার ড্যানিয়েল বার্নস্টেইন
বিভিন্ন বিষয়ে ব্লগিং করে অনেকেই বিপুল অর্থ আয় করে থাকেন। তেমনই একজন ফ্যাশন বিষয়ক ব্লগার ড্যানিয়েল বার্নস্টেইন। ব্লগিংয়ের পাশাপাশি ইনস্টাগ্রামেও খুব সক্রিয় তিনি।

ইনস্টাগ্রামে তার আছে প্রায় ৯ লাখ ৯২ হাজার অনুসারী। আর এই বিপুল পরিমাণ অনুসারীকে কাজে লাগিয়ে তিনি আয় করেন বিপুল অর্থ। ২২ বছরের এই তরুণী ইনস্টাগ্রামে একটি পোস্ট করেই আয় করেন ১৫ হাজার ডলার পর্যন্ত।

ফ্যাশন বিষয়ক ব্লগিংয়ে খ্যাতি আছে তার। আর তাই অনেক ফ্যাশন ব্র্যান্ড তার মাধ্যমে নিজেদের প্রচারণার কাজটি করে নিতে আগ্রহী।

মূলত ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যার উপর ভিত্তি করে বিভিন্ন প্রতিষ্ঠান অর্থ পরিশোধ করে থাকে। আর তাই বার্নস্টেইন যখন ১০ লাখ অনুসারী পেয়ে জাবেন, তখন তার আয়ও বৃদ্ধি পাবে।

বার্নস্টেইন জানান, "আমি এখান থেকে যে পরিমাণ অর্থ আয় করছি, ২২ বছর বয়সে আমি কখনও সেটি কল্পনাও করতে পারিনি।" তিনি আরও বলেন, "আমি এখন সম্পূর্ণ স্বাবলম্বী। আমি এখান থেকে সঞ্চয় করি, বিনিয়োগও করি।"

বিজনেস ইনসাইডার অবলম্বনে

Related Posts
Previous
« Prev Post