আপনি কি জানেন রাসুল (সাঃ) ফরজ নামাজের পর কখনোয় মোনাজাত করেন নি...

                        ————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—
 সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।


ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত করা বিদয়াত !
.
রাসূল সাঃ আনুমানিক ৩০হাজার ওয়াক্ত ফরজ নামাজ আদায় করেছেন ! কিন্তু এ বিরাট সংখ্যক নামাজের এ ওয়াক্তের পরেও হাত তুলে মুনাজাতের বর্ণনা নেই !
.
বিশুদ্ধ ছয়খানা হাদীস গ্রন্হেও এ সম্পর্কে কোন অধ্যায় বা একটি হাদীসও পাওয়া যায়নি ! এমনকি ফিকহের গ্রন্হগুলিতেও হাত তুলে মুনাজাতের উল্লেখ পাওয়া যায়নি ! কেবল নফল নামাজের পরে একাকি হাত তুলে মুনাজাতের বর্ণনা হাদীসে আছে !
.
ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত সম্পর্কে বিশ্ব বরণ্য আলেমদের ফতোয়া দেখুনঃ
.
#ইবনে_তাইমিয়্যাহ_রহঃ_বলেনঃ
নামাজের পর ইমাম মুক্তাদির সম্মিলিত
হাত তুলে মুনাজাত করা বিদয়াত ।রাসূল
সাঃ এর যূগে এটা ছিল না ।
.
#ইবনে_কাইয়্যিম_রহঃ_বলেনঃ সালাম
ফেরানোর পর কেবলামুখী হয়ে
মুক্তাদিদের সাথে মিলে একত্রে দোয়া
করা রাসূল সাঃ এর সুন্নাতের
অন্তর্ভুক্ত নয় ।সহীহ বা হাসান কোন
সনদেই এর বর্ণনা পাওয়া যায়নি !
.
#আল_কামুস_গ্রন্হকার_বলেনঃ
নামাজের পর ইমাম সাহেবগনের
প্রচলিত নিয়মে যে দোয়া করেন , রাসূল
সাঃ এর পবিত্র অভ্যাস এ রকম ছিল
না ।এ বিষয়ে কোন হাদীস পাওয়া
যায়নি !
.
#আব্দুল_হাই_লাখনভী রহঃ_বলেনঃ
নামাজের পর হাত উঠিয়ে ইমাম সাহেবের
রাব্বানা রাব্বানা বলা আর
মুক্তাদীদের আমীন আমীন বলা রাসূল
সাঃ এর সময় ছিল না!
.
#মুফতী_আল্লামা_শাফী_রহঃ_বলেনঃ
ফরজ নামাজের পর সুন্নাত হচ্ছে ইমাম
ও মুক্তাদী সকলে একাকী হাদীস বর্ণিত
যিকর ও দোয়াগুলি পড়বে ।কিন্তু
লোকেরা সুন্নাত বিরোধী সম্মিলিত
দোয়া আবিষ্কার করে নিয়েছে ।
.
#সউদি_গ্রান্ড_মুফতী_শাইখ_বিন_
বায_রহঃ_বলেনঃ এ জাতীয় সম্মিলিত
দোয়া বিদয়াত !
.
বাংলাদেশের মুফতীয়ে অযম হাটহাজারী মাদ্রাসার শাইখ ফয়জুল্লাহ রহঃ উক্ত সম্মিলিত মুনাজাতের বিরুদ্ধে একাধিক গ্রন্হ রচনা করে এর সুন্নাহ বিহির্ভূত এবং বিদয়াত হওয়া সপ্রমানিত করেছেন বায়তুল্লাহ শরীফ এবং মসজিদে নববীতে এই মুনাজাতের কোন অস্তিত্ব নেই ।
.
তাই আমাদেরও উচিত আল্লাহর রাসূল সাঃ যা করেণ নি ,তা না করা । আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে রাসূল সাঃ এর তরিকায় ইবাদাত করার তাওফিক দান করুন ।
.
আমীন ।

Related Posts
Previous
« Prev Post