স্মার্টফোন ছাড়া আপনি এখন নিজেকে কল্পনাই করতে পারেন না। দৈনন্দিন জিবনে স্মার্টফোনের ব্যাবহার বেড়েছে অনেক গুন। কথা বলা থেকে শুরু করে ছোট খাটো DSLR তো এটাকেই বলা যায়। তাছাড়া দৈনন্দিন জীবনে স্মার্টফোনের গুরুত্বও অনেক। তাই গুরুত্ব পূর্ণ জিনিসের খাতির যত্ন করবেন না তা কি হয়!!
চলুন আজ দেখে নেইয়া যাক কিভাবে করবেন আপনার স্মার্টফোনের ব্যাটারির খাতির যত্ন...
চলুন আজ দেখে নেইয়া যাক কিভাবে করবেন আপনার স্মার্টফোনের ব্যাটারির খাতির যত্ন...
- স্মার্টফোন টিকে যতটা সময় সম্ভব ঠাণ্ডা জাইগায় রাখুন। স্মার্টফোনের আদর্শ তাপমাত্রা ২৫-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখুন।
- স্মার্টফোনটি চার্জে লাগিয়ে কথা বলা থেকে বিরত থাকুন । অপ্রয়োজনীয় প্রোগ্রাম খুজে বের করে বন্ধ করে দিন।
- স্মার্টফোনের অরজিনাল চার্জার ব্যবহার করার চেষ্টা করুন ।
- স্মার্টফোনের ডিসপ্লের উজ্জ্বলতা কমিয়ে রাখুন । এতে আপনার চোখের সমস্যা হবার সমভাবনা কম থাকে। তবে খুব বেশি কমানো যাবে না এতেও চোখের ক্ষতি করে।
- স্মার্টফোনটি অনেকক্ষণ চার্জে লাগিয়ে রাখবেন না । আর সারারাত তো লাগিয়ে রাখার প্রশ্নই উঠে না।
- আপনার স্মার্টফোনে পারত পক্ষে কম গেইম খেলার চেষ্টা করুন। এতে চার্জ বেশিক্ষণ থাকবে আর আপনার স্মার্টফোনের ব্যাটারিও দীর্ঘজীবী হবে।