
এমন চাহিদা থেকেই খুঁজে পেলাম বেশ কিছু ভালো ফ্রি ফাইল হোস্টিং সাইট। তবে
সবগুলো নিয়ে রিভিউ লেখা সম্ভব হল না। একটি সাইট রিভিউ করার জন্য বেছে
নিলাম। ডাইরেক্ট ডাউনলোড লিংক ফিচার সম্বলিত ফ্রি ফাইল শেয়ারিং অন্যতম একটি
সাইট হল Ge.tt । উক্ত সাইটটির বৈশিষ্ট্যসমূহ নিচে উল্লেখ করলাম।
- ফ্রি ফাইল আপলোডিং (একটি অ্যাকাউন্টে সর্বোচ্চ ২ জিবি ফাইল) । এছাড়াও টাকা দিয়ে বেশি স্পেস ওয়ালা প্রো প্যাকেজ কিনতে পারেন। আমরা যেহেতু ফ্রি চাই। তাই প্রতি একাউন্টে ২ জিবির বেশি ফাইল ফ্রিতে আপলোড সম্ভব নয়। বিকল্প হিসেবে নতুন একটি ইমেইল দিয়ে আপনি নতুন একটি অ্যাকাউন্ট খুলে আবারো ফ্রি আপলোড শুরু করুন ২ জিবি পর্যন্ত।
- সাময়িক সময়ের জন্য সাইন আপ ছাড়াও তাৎক্ষনিক ফাইল আপলোডিং সুবিধা।
- পানির মতো সহজ পদ্ধতিতে ফাইল আপলোডিং সিস্টেম।
- আপলোডকৃত ফাইল শেয়ারিং এর জন্য ডাইরেক্ট ডাউনলোড লিংক। কোন ফাইল আপলোড করার পরই Download নামের একটি লিংক পাবেন। ওই লিংকটি কপি করে যে কাউকে ডাউনলোডের জন্য শেয়ার করতে পারেন। ডাউনলোড লিংকটি দেখতে অনেকটা এরকম হবেঃ http://ge.tt/api/1/files/3BTiCj62/0/blob?download
- যেহেতু ডাইরেক্ট ডাউনলোড লিংক সেহেতু বিজ্ঞাপনের ঝামেলার কোন প্রশ্নই নেই।
- তাছাড়াও সাইটটিতে একটি বিজ্ঞাপনেরও সন্ধান পেলাম না।
- ফাইল ডাউনলোড কতটি হল সেটির নোটিফিকেশন এবং পরিসংখ্যান সিস্টেম রয়েছে।
এছাড়াও আরও অনেক জনপ্রিয় সাইট রয়েছে উক্ত ফিচার সমৃদ্ধ। তবে Ge.tt
সাইটটি ভালো লাগলো তাই আপনাদের সাথে রিভিউ পোস্টের মাধ্যমে শেয়ার করলাম।
ভালো কোন ফ্রি ফাইল আপলোডিং এর সাইটের সন্ধান আপনার কাছে থাকলে সেটিও
জানাতে ভুলবেন না। ধন্যবাদ।