What Is Phishing And How To Be Safe From Phishing ?

            ————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আপনাদের জানাবো ফিশিং কি ? এবং কিভাবে এটা থেকে নিজেকে রক্ষা করবেন??


What Is Phishing?

ফিশিং এক ধরনের হ্যাকিং। যার মাধ্যমে কেও একজন আপনার স্পর্শ কাতর তথ্য গুলো হাতিয়ে নেয়, যেমনঃ উইজার নেইম, পাসওয়ার্ড, ব্যাংক নাম্বার ইত্যাদি। ফিশিং সাইট গুলো কোনো ভাআলো মানের ওয়েব সাইটের আদলেই বানানো হয়, এবং দেখতেও প্রায় একই রকম লাগে। যখন কোনো ব্যাবহার কারী তার স্পর্শ কাতর তথ্য গুলো ওই সাইটে প্রবেশ করায় তখন সেই তথ্য গুলো ইমেইল এর মাধ্যমে ওই ফিশিং সাইট এর মালিকের কাছে চলে যায়।  বেশির ভাগ ক্ষেত্রেই মেইল এর মাধ্যমে ফিশিং করা হয়। সামাজিক যোগাযোগ মাদ্ধমেও এর ব্যাপক প্রভাব লক্ষ করা যায়।


Example of Phishing scams:


   ১। আপনাকে এভাবে বলতে পারে, 
"Email asking you to login to your locked account to unlock it."

   ২। আপনাকে এভাবেও  বলতে পারে,  
"Email carrying a Link to sites like Facebook,yahoo etc and asking you to Login."
 
   ৩।  আবার আপনাকে এভাবে বলতে পারে, 
Emails containing some Information of your Interest and asking you to Login to Your Account.


How To Be Safe From Phishing ?

১। অচেনা কোনো ইমেইল থেকে আসা লিংকে কখনো LOGIN করবেন না।
২। সবসময় অরিজিনাল ওয়েব  সাইটে প্রবেশ করুন। Facebook Wall অথবা Comment  এ দেয়া লিংকে প্রবেশ করা থেকে বিরত থাকুন।
৩। আপনার স্পর্শ কাতর তথ্য গুলো দেবার আগে ওয়েব সাইটটি ভালো ভাবে পরীক্ষা করে নিন।
৪। অরিজিনাল gmail.com এই LOGIN করুন । ফিশিং সাইট গুলো এরকম টাইপের হয়ে থাকে gmail.something.com এরকম হলে ১০০০ হাত দূরে থাকুন।

Related Posts
Previous
« Prev Post